spot_img

সানরাইজার্স হায়দরাবাদের ‘বাহুবলী’ হেনরিখ ক্লাসেন

অবশ্যই পরুন

আর মাত্র দু’দিন পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের পর্দা উঠতে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চোখ রাখলেই উন্মাদনার ঝলক দেখা যাচ্ছে। ঠিক তেমনই এক ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের, যা শেয়ার করেছে সানরাইজার্স হায়দরাবাদ। দলটি তাদের সোশ্যাল মিডিয়ায় দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেনকে ‘বাহুবলী’ সিনেমার নায়ক প্রভাসের মতো করে পরিচয় করিয়ে দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, নীতিশ রেড্ডি প্রশ্ন করেন, ‘কে ওখানে?’ আঙুলের ইশারায় রাহুল চাহার জানালেন, ‘ও আসছে।’ এরপর ব্যাট হাতে ঈশান কিষান বললেন, ‘সে আগুন নিয়ে খেলতে আসছে।’ তারপর নীতিশ রেড্ডি ও অভিষেক শর্মা যোগ করলেন, ‘সে আসছে!’ সর্বশেষ, প্যাট কামিন্স বললেন, ‘সে চলে এসেছে, দেখতে চোখ রাখুন!’ এরপরই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে বাহুবলী সিনেমার নায়কের মতো অ্যাকশন রূপে ব্যাট হাতে হাজির হন ক্লাসেন। ব্যাট হাতের নিচে রেখে, মাথা তুলে ক্লাসেন ঘোষণা দেন, ‘চলো, আগুন নিয়ে খেলি।’

২০২৪ সালের নভেম্বরে সৌদি আরবে অনুষ্ঠিত মেগা নিলামের আগে ক্লাসেনকে ২১ কোটি টাকার মোটা মূল্যে ধরে রাখা হয়েছিল। আইপিএল ২০২৪-এর আগে সানরাইজার্স তাকে ৫.২৫ কোটি টাকায় দলে নেয়। ৩৩ বছর বয়সী এই খেলোয়াড় গত বছর ১৬ ম্যাচে ৪৭৯ রান করেছিলেন এবং দলের ফাইনালে ওঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাই, মালিকরা অধিনায়ক প্যাট কামিন্স, ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মার সঙ্গে আইপিএল ২০২৫-এর আগে তাকেও ধরে রাখার সিদ্ধান্ত নেন।

এবারের আইপিএলে মোট ৭৪টি ম্যাচ খেলা হবে। ভেন্যু হিসেবে থাকছে ১৩টি মাঠ। ২২ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলের পর্দা নামবে ২৫ মে।

সর্বশেষ সংবাদ

নতুন দায়িত্বে নওশাবা

সকলের পরিচিত মুখ অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। নতুন এক দায়িত্ব পেয়েছেন এই অভিনেত্রী। প্রাণিকল্যাণ, বন্য প্রাণী সংরক্ষণ এবং পরিবেশগত...

এই বিভাগের অন্যান্য সংবাদ