spot_img

আবারও রিমান্ডে সাবেক আইজিপি মামুন, আইনজীবীকে দুষে যা বললেন

অবশ্যই পরুন

যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (১৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

ফের রিমান্ডে নেওয়ায় নিজের আইনজীবীর ওপর রাগ ঝারেন আবদুল্লাহ আল মামুন। রিমান্ডের প্রতিক্রিয়ায় মামুন আইনজীবীর ওপর বিরক্তি প্রকাশ করে বলেন, ‘বেশি কথা বলতে নেই। বেশি কথা বলায় এক দিনের রিমান্ড বাড়ছে।’

এদিন, কারাগারে আটক মামুনকে আদালতে হাজির করা হয়। এরপর সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ৩ সেপ্টেম্বর রাতে রাজধানী থেকে পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর দফায় দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই যাত্রাবাড়ী থানার মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজার সামনে আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মো. সায়েম হোসেন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় তার মা শিউলি আক্তার গত ২৭ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন।

সর্বশেষ সংবাদ

পুতিনের বাসভবনে ‘ইউক্রেনের হামলা’, উদ্বিগ্ন মোদি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেনের কথিত হামলার খবরে “গভীর উদ্বেগ” প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চলমান...

এই বিভাগের অন্যান্য সংবাদ