spot_img

আরসা প্রধানের গ্রেপ্তারের বিষয়ে অবগত নয় পররাষ্ট্র মন্ত্রণালয়

অবশ্যই পরুন

আরসা প্রধান গ্রেপ্তার ইস্যুতে কোন খবর আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বিষয়টি পুলিশকে দেখার কথা জানিয়েছেন উপদেষ্টা।

বুধবার (১৯ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। অন্যদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, আরসা প্রধান গ্রেপ্তার ইস্যুতে মিয়ানমার সরকারের সাথে যোগাযোগ করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। এখনো বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চলছে।

জানা গেছে, মিয়ানমারে যোগাযোগের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে ওপরমহলে বলে তথ্য পাওয়া গেছে।

সূত্র আরও জানিয়েছে, এই ইস্যুকে কেন্দ্র করে গতকাল থেকে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। গ্রেপ্তারের ইস্যুটি নিয়ে বর্তমানে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে কার্যক্রম চলমান। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো তথ্য পররাষ্ট্র দপ্তরে আসেনি।

সর্বশেষ সংবাদ

নতুন দায়িত্বে নওশাবা

সকলের পরিচিত মুখ অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। নতুন এক দায়িত্ব পেয়েছেন এই অভিনেত্রী। প্রাণিকল্যাণ, বন্য প্রাণী সংরক্ষণ এবং পরিবেশগত...

এই বিভাগের অন্যান্য সংবাদ