‘পাঠান’ ছবি দিয়ে বলিউডে নিজের রাজত্ব পুনরুদ্ধার করেছিলেন বলিউড কিং শাহরুখ খান। বলিউডের ইতিহাসে সেটি ছিল অন্যতম সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি। সেই সিনেমার সিক্যুয়েলে যদি থাকে দক্ষিণী নায়ক আল্লু অর্জুন, তাহলে ভক্তদের জন্য সেটি হবে পোয়াবারো!
ভারতের বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে– বলিউড পাড়ায় এবং নেটিজেনদের মধ্যে জোর গুঞ্জন চলছে, ‘পাঠান টু’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ‘পুষ্পা’ তারকা।
বড় পর্দায় একসঙ্গে দুই সুপারস্টারকে দেখার জন্য দর্শকরা এমনিতেই মুখিয়ে থাকে। এই গুঞ্জন সত্যি হলে অর্থাৎ উত্তর ও দক্ষিণের দুই পাওয়ার হাউজের সম্মিলন ঘটলে সেটি ভক্তদের কাছে হবে সোনায় সোহাগা!
যদি এই গুঞ্জন সত্যি হয়, তাহলে শাহরুখ খান ও আল্লু অর্জুনকে প্রথমবারের মতো বড়পর্দায় দেখা যাবে। এর আগে কখনও স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি দুজনকে।
যদিও ‘পাঠান টু’ ছবির নির্মাতা কিংবা অভিনেতাদের কেউই কোনো প্রতিক্রিয়া দেখাননি, তবে নেটিজেনরা নেট দুনিয়ায় তাদের উত্তেজনার পারদ চড়াতে ভুল করেননি।

একজন এক্স ব্যবহারকারী লিখেছেন– আমি জানি, পাঠান ২-এর খলনায়ক হচ্ছেন আল্লু অর্জুন। আমাকে সবাই গিফট পাঠান। আরেকজন পোস্ট করেছেন, জোর গুঞ্জন: পাঠান ২-এ ভিলেন হিসেবে আছেন আল্লু অর্জুন।
উল্লেখ্য, ‘পাঠান’ পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় ৫৪০ কোটি রুপি আর বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১০০ কোটি রুপির বেশি।
বলিউডের অন্দর মহলের খবর অনুযায়ী, সিদ্ধার্থ আনন্দকে বাদ দিয়ে যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াই ‘পাঠান টু’ পরিচালনা করবেন।