spot_img

একাধিক মানবপাচার মামলার আসামি ফরহাদ মাতুব্বর গ্রেপ্তার

অবশ্যই পরুন

রাজধানীর শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে একাধিক মানবপাচার মামলার আসামি ফরহাদ মাতুব্বরকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (১৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফরহাদ মাতুব্বর মাদারীপুরের ডাসার থানার গোপালপুর এলাকার মৃত হামিজউদ্দিন মাতুব্বরের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‍্যাব-৩ জানায়, গ্রেপ্তার ফরহাদ মাতুব্বর মাদারীপুরের কালকিনি ও ডাসার থানা এলাকায় বিদেশ যেতে আগ্রহী সাধারণ মানুষকে বিভিন্ন দেশে পাঠানোর লোভনীয় প্রস্তাব দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়।

পরবর্তীতে এ ঘটনায় কালকিনি ও ডাসার থানায় মামলা হলে ফরহাদ মাতুব্বর আত্মগোপনে চলে যায়। সবশেষ রোববার বিকেলে রাজধানীর রাজধানীর শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ফরহাদ মাতুব্বরের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের আপত্তি নেই: তাহের

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ