spot_img

অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন কোহলি

অবশ্যই পরুন

অনেকেই ধারণা করছিলেন, চ্যাম্পিয়নস ট্রফির পর হয়ত ক্রিকেটকে বিদায় জানিয়ে দেবেন বিরাট কোহলি। ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত আসরে ভারতের শিরোপা জয়ের পর সেই গুঞ্জন আরও ঢালপালা মেলতে থাকে। কিন্তু অবসরের সেই গুঞ্জনকে উড়িয়ে দিলেন কোহলি। কিংবদন্তি এই ব্যাটার বললেন, ‘কোনো ঘোষণা দিচ্ছি না, এখনও খেলতে ভালোবাসি’।

আগামী ২২ মার্চ থেকে মাঠে গড়াবে আইপিএলের ১৮তম আসর। আসন্ন আসরকে সামনে রেখে শনিবার (১৫ মার্চ) আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কোহলি। সেখানে অবসরের প্রসঙ্গে ৩৬ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘খেলাটির প্রতি আনন্দ, ভালোবাসা যতদিন অক্ষুণ্ণ থাকবে, খেলা চালিয়ে যাব।’

তিনি বলেন, ‘ঘাবড়াবেন না। আমি কোনো ঘোষণা দিচ্ছি না। এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। আমি এখনও খেলাটা খেলতে ভালোবাসি। আমি অর্জনের জন্য খেলাটি খেলি না। নিখাদ আনন্দ, তৃপ্তি ও খেলাটির প্রতি ভালোবাসা থেকেই খেলি। যতক্ষণ সেই ভালোবাসা অক্ষুণ্ণ থাকবে, আমি খেলা চালিয়ে যাব। এই বিষয়ে আমাকে নিজের সঙ্গে সৎ থাকতে হবে।’

আইপিএলের প্রথম মৌসুম থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন কোহলি। কিন্তু টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েও এখন পর্যন্ত শিরোপার স্বাদ পাননি তিনি। এবারের আসরে অধরা ট্রফি জয়ের মিশনে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কোহলির দলের আইপিএল অভিযান।

সর্বশেষ সংবাদ

অত্যধিক বাজেটেই আটকে গেল ‘কৃষ ফোর’

শিশুদের প্রিয় সুপারহিরোদের মধ্যে অন্যতম হৃতিক রোশনের কৃষ অবতার। ইতোমধ্যে এই ফ্র্যাঞ্চাইজির তিনটি পর্বই মুক্তি পেয়েছে। এখন ভক্তরা অপেক্ষা...

এই বিভাগের অন্যান্য সংবাদ