spot_img

হিজাব না পরা নারীদের শনাক্ত করতে ড্রোন-অ্যাপ ব্যবহার করছে ইরান

অবশ্যই পরুন

জনসম্মুখে নারীদের হিজাব পরা ও পোশাকবিধি বাস্তবায়নে বরাবরই বেশ কঠোর অবস্থানে ইরান সরকার। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নজিরও রয়েছে দেশটির। এবার নারীদের পোশাকের ব্যবহারের ওপর নজরাদারি করতে ড্রোন ও অ্যাপ ব্যবহার করছে ইরান। শনিবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নারীদের পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগ জানাতে বিশেষ ‘নাজের’ নামের বিশেষ অ্যাপ ব্যবহারে জনগণকে উৎসাহিত করছে ইরান সরকার। এই অ্যাপের মাধ্যমেই ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নজরদারি’ কৌশল ব্যবহার করছেন ইরানের নিরাপত্তা কর্মকর্তারা।

তেহরান ও দক্ষিণ ইরানে হিজাব মেনে চলা পর্যবেক্ষণের জন্য ড্রোন এবং নিরাপত্তা ক্যামেরার ক্রমবর্ধমান ব্যবহারের বিষয়টিও তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বরে, মাহশা আমিনির মৃত্যুতে বিক্ষোভ শুরু হওয়ার আড়াই বছর পরেও ইরানে নারীরা নিয়মতান্ত্রিক বৈষম্যের মুখোমুখি হচ্ছেন। ইরানের প্রধান সড়কগুলোতে অনাবৃত নারীদের খোঁজে নজরদারি ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা নিয়ন্ত্রণ ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে দলগুলো একমত

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। তবে কী আইন বা নীতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ