spot_img

‘ভারতীয় সিনেমা, আমি আসছি’: ডেভিড ওয়ার্নার

অবশ্যই পরুন

অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে বিভিন্ন সময় দেখা গেছে বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার গানে তাল মেলাতে। তবে যে সিনেমায় অভিনয় করা নিয়ে কথা রটেছিল, সেই ‘পুষ্পা’ সিনেমায় ডেভিড ওয়ার্নারকে দেখা যায়নি। কিন্তু ‘পুষ্পা’ সিনেমার ‘শ্রীভাল্লি’ গানে নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল। কিন্তু হঠাৎ করেই চলতি মাসের শুরুতে ‘রবিনহুড’ সিনেমায় ওয়ার্নারের অভিনয়ের কথা জানান ভারতের প্রযোজক রবি শংকর।

এবার ওয়ার্নার নিজেই জানালেন, ভারতীয় সিনেমায় তিনি অভিনয় করেছেন। আজ শানবার (১৫ মার্চ) ওয়ার্নারের ছবি সংবলিত ‘রবিনহুড’ সিনেমার পোস্টার মুক্তি দেওয়া হয়েছে। যেখানে পেশাদার অভিনেতাদের মতোই দেখা যাচ্ছে ওয়ার্নারকে। অস্ট্রেলিয়ান এই কিংবদন্তিকে স্বাগত জানিয়ে পোস্টারে লেখা হয়েছে, ‘বাউন্ডারি থেকে বক্স অফিস, ভারতীয় সিনেমায় স্বাগতম।’

পোস্টারটি এক্সে শেয়ার দিয়ে ওয়ার্নার ভারতীয় সিনেমায় পা রাখার ঘোষণা দিয়ে লিখেছেন, ‘ভারতীয় সিনেমা, আমি আসছি! রবিনহুডের অংশ হতে পেরে রোমাঞ্চিত। এই সিনেমার শুটিং অনেক উপভোগ করেছি।’

১

ছবির মুক্তির তারিখও জানিয়েছেন ওয়ার্নার। ২৮ মার্চ মুক্তি পাবে ছবিটি। তেলেগু ভাষার এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন তেলেগু হিরো নিতিন। সিনেমার পরিচালক ভেঙ্কি কুদুমুলার।

সর্বশেষ সংবাদ

আল্লাহর ভয়ে সংযম অবলম্বনের প্রতিদান

দুনিয়া মানুষের জন্য পরীক্ষাগার, তাই এখানে মানুষের সামনে রয়েছে বহু চ্যালেঞ্জ, যা তাকে সত্যের পথে দৃঢ় থাকতে বাধা দেয়।...

এই বিভাগের অন্যান্য সংবাদ