spot_img

বড় সুখবর ফাঁস করলেন আলিয়া ভাট

অবশ্যই পরুন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট প্রথমবার আসন্ন কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে চলেছেন। সেখানে জায়গা করে নিয়েছিলেন ‘হার্ট অফ স্টোন’ সিনেমার সুবাদে। এর ফলে নতুন এক অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের খবর, বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ে পাপারাজ্জিদের নিয়ে প্রি বার্থডে সেলিব্রেশনে মেতে উঠেছিলেন আলিয়া ভাট। সেই অনুষ্ঠানেই অভিনেত্রী ফাঁস করলেন এই বড় খবর! জানালেন, চলতি বছরের কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিচ্ছেন তিনি। ফি বছরই কানের মঞ্চে ভারতীয় বিনোদুনিয়ার তারকাদের দেখা যায়। সেই তালিকায় ঐশ্বরিয়া রাই বচ্চনের পাশাপাশি দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, এমনকি অদিতি রাও হায়দারিও রয়েছেন। এবার তাতেই নবতম সংযোজন আলিয়া ভাট।

আলিয়া জানালেন, ‘মুখিয়ে রয়েছি কবে কান ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেব।’

করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এখন বলিউডের ‘ক্যুইন’। দ্বিতীয় ছবি ‘হাইওয়ে’ থেকেই নিজের জাত চিনিয়েছিলেন আলিয়া ভাট। এক দশকের ক্যারিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়েছেন। জাতীয় পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার-এর পাশাপাশি আন্তর্জাতিক আঙিনা থেকেও পুরস্কার উঠেছে তার হাতে।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছে আইন কমিশন। আজ সোমবার (২৬ জানুয়ারি) বঙ্গভবনে আইন কমিশনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ