চলছে রমজান মাস। পবিত্র এ মাসে সিয়াম-সাধনার মধ্যে থাকেন বিশ্বের মুসলিমরা। অন্যান্য বছর দেশের গরম আবহাওয়ার মধ্যে মুসলিমদের রোজা পালন করা লাগলেও এবার অনেকটা শীতল পরিবেশে রোজা পালন করছেন সকলে। যদিও এবার বাংলাদেশের আবহাওয়া পূর্বাভাসে এলো ভয়াবহ বার্তা।
এই মৌসুমেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রিতে উঠেছিল। এবার চলতি রমজান মাসেই তাপমাত্রার এ পারদ আরও উপরে ওঠতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা বলছেন, দিন ও রাতের তাপমাত্রা এখন বৃদ্ধি পাচ্ছে। সে হিসেবে চলতি রমজান মাসের শেষ দিকে দেশের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
সংস্থাটি জানিয়েছে, আজ শনিবার (১৫ মার্চ) সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল রোববার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আগামী সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সপ্তাহের মাঝামাঝি সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন জায়গায় হতে পারে।