spot_img

পাকিস্তানে আত্মঘাতী হামলা ঠেকাল সেনাবাহিনী, নিহত ১০ সন্ত্রাসী

অবশ্যই পরুন

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় একটি সম্ভাব্য আত্মঘাতী হামলা ঠেকিয়ে দিয়েছেন সেনাসদস্যরা। এ সময় বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ১০ জন সন্ত্রাসী।

বৃহস্পতিবার প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার জানদোলা এলাকায় সেনাবাহিনীর এক চেকপোস্টের কাছে এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সেনাবাহিনীর আন্ত:বাহিনী সংযোগ দপ্তর (আইএসপিআর)।

বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার জানদোলার ওই চেকপোস্টে বেপরোয়া গতিতে প্রবেশের চেষ্টা করে একটি বোমাভর্তি গাড়ি। ঘটনাটি লক্ষ্য করার মাত্র গাড়িটির দিকে গুলি ছোড়া শুরু করেন সেনা সদস্যরা। এতে ওই গাড়ির চালকসহ বাকি ৯ আরোহীর সবাই নিহত হয়।

গাড়িটিতে শক্তিশালী বোমা ফিট করা হয়েছিল। গাড়ির যাত্রীদের কয়েকজনের দেহেও ছিল ‘সুইসাইড ভেস্ট’।

“আমাদের সেনারা অত্যন্ত সাহসিকতার সঙ্গে লড়াই করছে এবং হামলাকারী সন্ত্রাসীদের প্রতিহত করছে। সেনাবাহিনী পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদের মূলোৎপাটনে প্রতিজ্ঞাবদ্ধ।”

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে এক বার্তায় বলেছেন, পাকিস্তানের জনগণ সবসময় সেনাবাহিনীর পাশে আছে।

মাত্র দু’দিন আগে পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানে একটি ট্রেন ছিনতাই করে যাত্রীদের জিম্মি করেছিল রাজ্যের স্বাধীনতাকামী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। ব্যাপক এক অভিযান চালিয়ে সেই যাত্রীদের উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযানে ৩৩ জন বিএলএ যোদ্ধা এবং ৪ জন সেনা সদস্য নিহত হয়েছেন।

খাইবার পাখতুনখোয়ায় অবশ্য বিএলএ’র তৎপরতা নেই, তবে সেখানে পাকিস্তানি তালেবান গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) অত্যন্ত সক্রিয়। আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান গোষ্ঠীর সমর্থনপুষ্ট টিটিপি গত কয়েক বছর ধরেই দেশটির সরকার ও সেনাবাহিনীর মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে।

এর প্রধান আফগান তালেবানদের অনুকরণে টিটিপির পাকিস্তানের ক্ষমতা দখলের আকাঙ্ক্ষা এবং গোষ্ঠীটির অতিমাত্রায় সন্ত্রাসী হামলার প্রবণতা।

টিটিপির প্রধান ঘাঁটি অঞ্চল খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জেলা। সরকারি তথ্য অনুসারে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত খাইবার পাখতুনখোয়ায় মোট ২৭টি হামলা চালিয়েছে টিটিপি এবং এসব হামলায় নিহত হয়েছেন অন্তত ১৯ জন। নিহতদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য—১১ জন। বাকি ৮ জনের মধ্যে ৬ জন বেসামরিক ও ২ জন সন্ত্রাসী।

সূত্র : জিও টিভি

সর্বশেষ সংবাদ

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠিত হওয়া জরুরি: জাতিসংঘ মহাসচিব

বাংলাদেশে আশ্রয় নিয়ে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে মিয়ানমারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব...

এই বিভাগের অন্যান্য সংবাদ