প্রাণখোলা হাসি, একরাশ সরলতা নিয়ে প্রায় দুই প্রজন্ম ধরে সকলের মন জয় করে নিয়েছেন বলিউড অভিনেত্রী কাজল। শুধু তাই নয়, সবময়ই নিজের বড় মনের পরিচয় দিয়ে এসেছেন এই নায়িকা। এবারেও তার অন্যথা হয়নি।
সম্প্রতি কাজলের সঙ্গে সেলফি নিতে যান এক বৃদ্ধ ভক্ত। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, কাজলের পায়ের ওপর পাড়া দিয়ে বসেন তিনি। আর তখনই কাজল কিছুটা সরে যান। তবে কাজল বুঝতে পারেন, ঐ বৃদ্ধ যা করেছেন তা ইচ্ছে করে করেননি; যা হয়েছে তার পুরোটাই ভুলবশত হয়েছে।
কাজলের পায়ে পা তুলে দিয়ে বৃদ্ধও যে ভীষণ অপ্রস্তুতিতে পড়ে যান, সেটা তার হাবেভাবে স্পষ্ট হয়ে যায়। অভিনেত্রীর পায়ে পা লেগে গেছে বুঝতে পেরেই ওই বৃদ্ধ সঙ্গে সঙ্গেই সরে যান। তবে গোটা ব্যাপারটা ভীষণ ঠান্ডা মাথায় হ্যান্ডেল করেছেন কাজল।
অভিনেত্রীর গায়ে পা লেগে গেলেও সেখান থেকে সরে না গিয়ে বৃদ্ধ বার বার চেষ্টা করছিলেন ছবি তোলার। কাজলও সহযোগিতা করেন। অটোগ্রাফ দিতে দিতেই হাসিমুখে বৃদ্ধের মুঠোফোনে বন্দি হতে রাজি হয়ে যান তিনি। এখানেই প্রমাণ হয়ে যায়, কাজল সত্যিই একজন বড় মনের মানুষ। কাজলের এই ব্যবহার দেখে খুব খুশি হয়েছেন তার ভক্তরা।