spot_img

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ

অবশ্যই পরুন

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের স‌ঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ ক‌রে‌ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান।

শুক্রবার (১৪ মার্চ) সকালে রাজধানীর এক‌টি হো‌টে‌লে সফররত জা‌তিসং‌ঘের মহাসচিবের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ ক‌রেন তৌ‌হিদ-খলিলুর। প‌রে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার দপ্তরে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব।

বৈঠক শেষে তারা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একসঙ্গে কক্সবাজার যাবেন। সেখান থেকে তারা রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন। রোহিঙ্গা শিবিরে জাতিসংঘের হয়ে কাজ করা বিভিন্ন সংস্থা নিজ নিজ কার্যক্রম সম্পর্কে জাতিসংঘ মহাসচিবকে ব্রিফ করবেন। শরণার্থী শিবির পরিদর্শনের পর রোহিঙ্গা ও পবিত্র রমজানের প্রতি সংহতি জানিয়ে সবার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব। অন্তত এক লাখ রো‌হিঙ্গা শরণার্থীর স‌ঙ্গে ইফতার কর‌বেন তিনি। রাতে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা।

চার দি‌নের সফরে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা। শনিবার (১৫ মার্চ) ঢাকায় জাতিসংঘের কার্যালয়ে যাবেন মহাস‌চিব। সেখানে জাতিসংঘের কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর দুপুরে হোটেলে ফিরে গোলটেবিল বৈঠকে যোগ দেবেন গুতেরেস। সেখানে বাংলাদেশের যুবসমাজ ও নাগরিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন মহাস‌চিব।

এদিন সন্ধ্যায় জাতিসংঘ মহাসচিবের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। রোববার (১৬ মার্চ) সকালে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে জাতিসংঘ মহাসচিবের।

প্রসঙ্গত, ২০১৮ সালের জুলাই মাসে বাংলাদেশ সফরে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস।

সর্বশেষ সংবাদ

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠিত হওয়া জরুরি: জাতিসংঘ মহাসচিব

বাংলাদেশে আশ্রয় নিয়ে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে মিয়ানমারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব...

এই বিভাগের অন্যান্য সংবাদ