spot_img

হাসপাতালের বিছানায় ভাগ্যশ্রী!

অবশ্যই পরুন

সালমান খানের বিপরীতে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার সফল নায়িকা ভাগ্যশ্রী। বড় দুর্ঘটনার কবলে পড়েছেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার হঠাৎ ছড়িয়ে পড়ে তাঁর হাসপাতালের ছবি। দেখা যায়, চোখ বুজে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। হাতে লাগানো নল। চিকিৎসক তাঁর কপালে ওষুধ লাগিয়ে দিচ্ছেন। এই ছবি দেখে চিন্তিত হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। ছবি দেখেই ভাগ্যশ্রীর আরোগ্য কামনা শুরু করে দেন তাঁরা।

কিন্তু কীভাবে এমন অঘটন ঘটল? জানা যায়, পিকলবল খেলার সময় চোট পান ভাগ্যশ্রী। কপালে গভীর ক্ষত তৈরি হয়। ১৩ টি সেলাইও পড়েছে নায়িকার। অভিনেত্রীর আরও একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে অভিনেত্রীর কপালে ব্যান্ডেজ বাঁধা।

ভাগ্যশ্রীর ছবি দেখে আঁতকে উঠেছেন তাঁর অনুরাগীরা। একজন লিখেছেন, “দ্রুত সেরে উঠুন দয়া করে। নিশ্চয়ই নজর লেগেছে বলে এই পরিণতি।”

১৯৮৯ সালে সলমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন ভাগ্যশ্রী। বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছিল ‘ম্যায়নে পেয়ার কিয়া’। তবে চলচ্চিত্র জগৎ থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরিবার ও সংসারে মন দিয়েছিলেন ভাগ্যশ্রী। ২০২১ সালে কঙ্গনা রনৌতের ‘থালাইভি’ ছবিতে ফের প্রত্যাবর্তন ভাগ্যশ্রীর। এই ছবিতে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ২০২২ সালে প্রভাস ও পূজা হেগড়ে অভিনীত ‘রাধে শ্যাম’ ছবিতেও অভিনয় করেছিলে তিনি। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও কাজ করেছেন তিনি।

সর্বশেষ সংবাদ

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠিত হওয়া জরুরি: জাতিসংঘ মহাসচিব

বাংলাদেশে আশ্রয় নিয়ে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে মিয়ানমারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব...

এই বিভাগের অন্যান্য সংবাদ