একসময় অমিতাভ বচ্চন এবং তার পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চনের মধ্যে দারুণ সম্পর্ক ছিল, যা বারবার ক্যামেরায় দেখা গেছে। তবে এখন সেই সম্পর্ক কিছুটা দূরে সরে এসেছে। গুঞ্জন শোনা যাচ্ছে, তার জনপ্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে এবার হয়তো আর দেখা যাবে না তাকে। তার জায়গায় প্রস্তাব গেছে ঐশ্বরিয়ার কাছে।
দীর্ঘ ২৫ বছর আগে ২০০০ সালে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শুরু হয় যেখানে অমিতাভ বচ্চন সঞ্চালক হিসেবে যোগ দেন। তখন তার জীবনও বেশ আর্থিক সংকটের মধ্যে ছিল। কিন্তু সোনি এন্টারটেইনমেন্টের সহযোগিতায় তিনি এই শো থেকে নতুন করে উত্থান করেন। এই শোতে সঞ্চালক হিসেবে অমিতাভের জনপ্রিয়তা আকাশচুম্বী হয়।
তবে এবার শোনা যাচ্ছে, শো থেকে বিদায় নিতে পারেন অমিতাভ বচ্চন। যদিও করোনা মহামারির সময়ও এমন গুঞ্জন উঠলেও তা তখন সত্যি হয়নি। ১৫তম সিজনে বিদায়ের কথা উঠলেও তিনি ১৬তম সিজনে আবারও তার প্রিয় শোতে ফিরে আসেন। তবে সম্প্রতি তার ব্লগে কিছু এমন বক্তব্য পাওয়া গেছে, যাতে মনে হচ্ছে তিনি হয়তো কাজের চাপ কমাতে চান। বয়সের ভার সত্ত্বেও তার কর্মস্পৃহা অটুট থাকলেও, বারবার তিনি বিশ্রামের প্রয়োজনীয়তার কথা লিখছেন, যা নতুন করে গুঞ্জন সৃষ্টি করেছে।
আবার এও শোনা যাচ্ছে, অমিতাভ বচ্চনের জায়গায় সঞ্চালক হতে পারেন অন্য কেউ। একসময় শাহরুখ খান এই শোয়ের দায়িত্ব সামলেছেন, এবার সেই তালিকায় নতুন নাম হিসেবে ঐশ্বরিয়া রায় বচ্চনের নাম উঠে এসেছে। যদিও চ্যানেলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।