spot_img

কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করছে: মির্জা আব্বাস

অবশ্যই পরুন

কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার (১২ মার্চ) দুপুরে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে শাহজাহানপুর থানায় ঢাকা মহানগর দক্ষিন বিএনপি আয়োজিত কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, জনপ্রিয়তা নেই এমন দল যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে চায়। তারা ভোট ও নির্বাচনকে ভয় পায়। যতই ভোটের সময় আসছে, একটি পক্ষ ততই টালাবাহানা করছে বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগের মত কেউ কেউ দেশকে নিজেদের তালুকদারি ভাবছে বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস।

এসময় রাজনৈতিক নেতাদের অযাচিত মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বানও জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, অন্যের অপকর্ম, চাঁদাবাজি আর দুষ্কর্মের দায় বিএনপির ওপর চাপানো হয়। এমন কর্মকান্ডের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান মির্জা আব্বাস।

সর্বশেষ সংবাদ

পুতিনের কোর্টে বল পাঠালেন ট্রাম্প, এবার না মানলে বিধ্বংসী শাস্তির হুঁশিয়ারি

রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে রাজি করিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোর্টে বল...

এই বিভাগের অন্যান্য সংবাদ