spot_img

মোহাম্মদপুর থানার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

অবশ্যই পরুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে ১৩ জন অপরাধী গ্রেপ্তার হয়েছে। পুলিশ গত কয়েকদিন ধরে থানা এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ জন ডাকাতি, ৩ জন ডাকাতির প্রস্তুতি, ১ জন সিআর সাজা পরোয়ানা, ২ জন মাদক, ১ জন ডিএমপির মামালায়, ১ জন খুন, ৩ জন অন্যান্য অপরাধ এবং ১ জন সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অপরাধে গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তারকৃরা হলো- ইজাজ (৪০), সোহেল (২২), আনোয়ার (৩১), শাহ আলম (৬০), জনি (২৪), ইসমাইল (২৭), আতাউর (৩০), রুম্মান (৩৫), স্বপন (৪৫), মনির (২০), ইব্রাহিম (৩৯), খালিদ (৩৯) ও রবিউল (৩৬)।

গ্রেপ্তারকৃতদেরকে সংশ্লিষ্ট অপরাধে আদালতে সোপর্দ করা হয়েছে। ডিএমপি জানায়, এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

‘যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ’

যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ—সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে এমনটাই মন্তব্য করেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ