spot_img

পাকিস্তানে জিম্মি হওয়া ট্রেনে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৮০ যাত্রী উদ্ধার, নিহত ১৩

অবশ্যই পরুন

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে জিম্মি হওয়া ট্রেনে অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। অভিযানে ৮০ জন বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র। এদের মধ্যে ৫৩ জন পুরুষ, ২৬ জন নারী ও ১১ শিশু রয়েছে।

সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনের নিয়ন্ত্রণ নেয়া সন্ত্রাসীদের চারপাশ থেকে ঘেরাও করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৩ জন নিহত হয়েছে।

অভিযান শুরুর পর জঙ্গিরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে পড়েছে বলেও দাবি করেছে নিরাপত্তা সূত্র। এ ঘটনায় আহত যাত্রীদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বন্দুকধারীরা ট্রেনে ওঠার আগে রেললাইনে বোমা হামলা চালায় বলে জানানো হয়েছে এক বিবৃতিতে।

গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘জঙ্গিরা দ্রুত ট্রেনটির নিয়ন্ত্রণ নেয় এবং সব যাত্রীকে জিম্মি করে।’

জিও নিউজ বলছে, হামলার পেছনে সন্ত্রাসীরা আফগানিস্তানে তাদের মাস্টারমাইন্ডের সাথে যোগাযোগ করছে এবং নারী ও শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। সেখানে বেসামরিক লোকদের উপস্থিতির কারণে অত্যন্ত সতর্কতার সাথে অভিযান চালানো হচ্ছে।

নিরাপত্তা সূত্রগুলো বিশদভাবে জানিয়েছে, এলাকাটি দুর্গম অঞ্চলে হওয়ায় অভিযানটি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে। যেখানে ট্রেনটির যাত্রীদের জিম্মি করা হয়েছে সেখানে একটি টানেল রয়েছে এবং এটি আফগান সীমান্তের কাছে অবস্থিত।

মঙ্গলবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ারে যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হয় জাফফার এক্সপ্রেসটি। ওই সময় বেশ কিছু জঙ্গি রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি ছুড়ে ট্রেন থামিয়ে যাত্রীদের জিম্মি করে। ট্রেনটির ৯টি বগিতে ৪০০ থেকে ৪৫০ জন যাত্রী ছিল।

এদিকে ট্রেনে হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি বলেছেন, ‘নিরপরাধ যাত্রীদের ওপর যেসব পশু হামলা চালিয়েছে’, তাদের কোনো ছাড় দেবে না সরকার।

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক দলের নেতাদের যে বার্তা দিলেন ফরাসি রাষ্ট্রদূত

বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সম্প্রতি বৈঠক ক‌রে‌ছেন ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই। রাষ্ট্রদূত জাতীয় নির্বাচনের আগে...

এই বিভাগের অন্যান্য সংবাদ