spot_img

জেলের দাগ একবার যার লাগছে সেই দাগি: আফরান নিশো

অবশ্যই পরুন

আসছে ঈদে মুক্তির তালিকায় আছে আফরান নিশো অভিনীত দ্বিতীয় সিনেমা ‘দাগি’। সিনেমাটি মুক্তি উপলক্ষে এক মিনিট আট সেকেন্ডের একটি টিজার প্রকাশ করা হয়েছে মঙ্গলবার (১১ মার্চ)। যেখানে এক ভিন্ন নিশোকে দেখেছে দর্শক।

১ মিনিট ৮ সেকেন্ডের টিজারের শুরুতেই বাবার পরামর্শ শোনায় নিশানরূপী নিশো। তাকে বলতে শোনা যায়, জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছে সে। ততক্ষণে হাত বেয়ে চুইয়ে পড়ছে টাটকা রক্ত। এরপরই অবয়ব সামনে আসে নিশোর। কাঁধছোঁয়া চুল। কাঁচাপাকা দাড়ি। পোড় খাওয়া চেহারা। ভাবলেশহীন চোখ। এরপরই কয়েদির সাজে তাকে প্রতিপক্ষের আঘাতে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়। ভেসে আসে সেই সংলাপ, ‘জেলের দাগ একবার যার লাগছে সেই দাগি, সারাটা জীবন!

ঠিক পরের দৃশ্যে ভয়ার্ত চেহারায় তমা মির্জার আকুতি দেখা যায়। বেদনার বিষাদ কাজলে সুনেরাহ বিনতে কামাল। একে একে মারকাটারি দৃশ্য, এক চিলতে রোমান্স আর্তচিৎকার, শহীদুজ্জামান সেলিমের ভয়ংকর উপস্থিতি।

‘দাগি’ সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা শিহাব শাহীনে। আফরান নিশো ও তমা মির্জা, সেলিম, ছাড়াও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।

সর্বশেষ সংবাদ

মাস্ককে সমর্থন জানাতে টেসলার লাল গাড়ি কিনলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের প্রতি সমর্থন জানিয়ে মঙ্গলবার একটি চকচকে লাল (মডেল এক্স) গাড়ি...

এই বিভাগের অন্যান্য সংবাদ