spot_img

চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাটে বলে সেরা ক্রিকেটারের যারা

অবশ্যই পরুন

নিউজিল্যান্ডের জন্য ভাগ্য সহায় হয়নি এবার। আইসিসি টুর্নামেন্টে ভারতের বিপক্ষে দুবার ফাইনাল খেলে শিরোপা জয় করলেও, তৃতীয়বার এসে সফল হতে পারেনি তারা। রোববার (৯ মার্চ) দুবাই স্টেডিয়ামে কিউইদের ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

শিরোপা হাতছাড়া হলেও চ্যাম্পিয়নস ট্রফি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা এই বাঁহাতি ব্যাটার চ্যাম্পিয়নস ট্রফি ট্রফিতেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন। প্রথম ম্যাচে না খেললেও পরের চার ম্যাচে দুই সেঞ্চুরিসহ ২৬৩ রান করেছেন তিনি।

রবীন্দ্র পুরস্কার জিতে বলেন, অবশ্যই মিশ্র অনুভূতি হচ্ছে। ফাইনাল দারুণ ছিল। ব্যক্তিগত স্বীকৃতি পেলে ভালো লাগে, তবে দলের হয়ে খেলাটা আরও আনন্দের। শিরোপা জিতলে পূর্ণ আনন্দ পেতাম, কিন্তু ক্রিকেট নিষ্ঠুর এক খেলা।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ৮৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৬ রানের অনবদ্য ইনিংস খেলেছেন তিনি, যা ভারতের জয়ের অন্যতম ভিত্তি ছিল।

নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি টুর্নামেন্টের সেরা বোলার হয়েছেন। ফাইনালে চোটের কারণে খেলতে না পারলেও তিনি ৪ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী ও পেসার মোহাম্মদ শামি ৯টি করে উইকেট নেন।

চ্যাম্পিয়নস ট্রফির সেরা ব্যাটাররা

রান

ব্যাটার

গড়

১০০/৫০

২৬৩ রাচিন রবীন্দ্র ৬৫.৭৫ ২/০
২৪৩ শ্রেয়াস আইয়ার ৪৮.৬০ ০/২
২২৭ বেন ডাকেট ৭৫.৬৬ ১/০
২২৫ জো রুট ৭৫.০০ ১/১
২১৮ বিরাট কোহলি ৫৪.৫০ ১/১

চ্যাম্পিয়নস ট্রফির সেরা বোলাররা

উইকেট বোলার গড় ৫ উইকেট
১০ ম্যাট হেনরি ১৬.৭০
বরুণ চক্রবর্তী ১৫.১১
মোহাম্মদ শামি ২৫.৮৮
মিচেল স্যান্টনার ২৬.৩৩
মাইকেল ব্রেসওয়েল ২৫.১২

প্রসঙ্গত, রোববার (৯ মার্চ) দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান সংগ্রহ করে। তাদের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন ড্যারিল মিচেল, আর মাইকেল ব্রেসওয়েল করেন ৫০ রান। জবাবে ভারত ৪৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৪ রানে পৌঁছে শিরোপা জয় নিশ্চিত করে। রোহিত শর্মা দলের হয়ে সর্বোচ্চ ৭৬ ও শ্রেয়াস আইয়ার দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান করেন।

সর্বশেষ সংবাদ

‘আমি স্টারলিংক বন্ধ করে দিলে তারা ধসে পড়বে’

টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক ইউক্রেনের প্রতি তার অসন্তোষ থাকা সত্ত্বেও দেশটির ইন্টারনেট সেবা বন্ধ করবেন না বলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ