spot_img

বাংলাদেশে কোনো ধর্ষকের জায়গা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

বাংলাদেশে কোনো ধর্ষকের জায়গা হবে না, যারা এর সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে স্পষ্ট জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৯ মার্চ) আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, নারী-শিশুর প্রতি নির্যাতনকারীরা কোনোভাবেই ছাড় পাবে না। সরকার তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেবে না। নারীরা নিশ্চিন্তে বাইরে কাজ করবে।

হিজবুত তাহরীরের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর সদস্যরা কোনো ধরনের সভা সমাবেশ করতে পারবে না। সরকার অত্যন্ত কঠোর এ ব্যাপারে।

একই ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ধর্ষণের মামলা ৯০ দিনের মধ্যে বিচার করতে হবে। এ ব্যাপারে গাফিলতি থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ

যমুনা রেলসেতু হয়ে চলাচলকারী ট্রেনের ভাড়া বাড়ছে

সদ্য নির্মিত যমুনা রেলসেতু ট্রেন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। এই সেতু দিয়ে আগামী ১৮ মার্চ থেকে পূর্ণমাত্রায় যাত্রীবাহী ট্রেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ