spot_img

ইফতার পার্টিতে বিজয় থালাপতি, ভাইরাল ভিডিও

অবশ্যই পরুন

দক্ষিণী অভিনেতা বিজয় থালাপতি। অভিনয় ছেড়ে রাজনীতিতে থিতু হয়েছেন। এখন রাজনীতির জন্য তাকে নানা জায়গায় দেখা যাচ্ছে। সম্প্রতি তিনি হাজির হয়েছিলেন এক ইফতার পার্টিতে। ইফতার পার্টির সেই ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে এখন ভাইরাল।

পবিত্র রমজান মাস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় চেন্নাইতে একটি ইফতার পার্টির আয়োজন করেন অভিনেতা। বিজয়ের আমন্ত্রণে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব এবং চলচ্চিত্র জগতের বেশ কিছু পরিচিত মুখ ইফতারে অংশ নিয়েছিলেন। এছাড়াও চেন্নাইয়ের ১৫টি মসজিদের ইমামরাও আমন্ত্রিত ছিলেন ওই ইফতারে। প্রায় তিন হাজার মানুষের অংশ নিতে সুবন্দোবস্ত করা হয়েছিল ইফতারে।

সংবাদ সংস্থা এএনআই তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ইফতারের একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে দেখা যাচ্ছে, সাদা কুর্তা এবং মাথায় টুপি পরা অবস্থায় বসে আছেন বিজয়।

ইফতারের আগে মোনাজাতে অংশ নেন অভিনেতা। যেখানে  ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখর হতে দেখা যায় বিজয়সহ উপস্থিত সকলকে।

থালাপতি বিজয়ের এই ভিডিও ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে তার এই সাম্প্রদায়িক সম্প্রীতির প্রয়াসের প্রশংসা করেছেন। ভক্তরা সামাজিক মাধ্যমে তার এই কাজকে সাহসী এবং অন্তর্ভুক্তিমূলক বলে উল্লেখ করেছেন।

সর্বশেষ সংবাদ

রাশিয়ার জয়যাত্রা চলছেই, বিপরীতে সংলাপে প্রতিশ্রুতিবদ্ধ জেলেনস্কি

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর জয়যাত্রা অব্যাহত রয়েছে। অন্যদিকে এর বিপরীত অবস্থানে রয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজর...

এই বিভাগের অন্যান্য সংবাদ