spot_img

কুয়েত থেকে বিনিয়োগকারীদের নিয়ে আসুন, রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

অবশ্যই পরুন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করেছেন বাংলাদেশে নতুন কুয়েত রাষ্ট্রদূত আলি তুনিয়ান আবদুল ওয়াহাব হামদাহ। সাক্ষাতে উভয় পক্ষ তাদের কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন।রোববার (৯ মার্চ) অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন হামদাহ। এসময় তারা কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে বিনিয়োগ, শক্তি, খাদ্য নিরাপত্তা এবং প্রবাসী কল্যাণের ক্ষেত্রে আলোকপাত করেন।

রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কুয়েত এবং বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধু। এখানে অনেক বিনিয়োগের সুযোগ রয়েছে, এবং হালাল খাবার একটি বড় ক্ষেত্র হতে পারে। বিশ্বব্যাপী হালাল খাবারের বাজার বিশাল। আমি এই উদ্যোগে তরুণদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানাই।

তিনি কুয়েতি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (SEZs) এবং আগামী এপ্রিলের ৭-৯ তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ বিনিয়োগ সামিটে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।

প্রধান উপদেষ্টা বলেন, এই সম্মেলনে কুয়েত থেকে বিনিয়োগকারীদের নিয়ে আসুন। এটি দুই দেশের জন্য বড় একটি সুযোগ হবে।রাষ্ট্রদূত হামদাহ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কুয়েতের পূর্ণ সমর্থন জানান এবং বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করার জন্য আগ্রহী।’

এসময় তারা কুয়েত থেকে বাংলাদেশে তেল আমদানি বৃদ্ধির পাশাপাশি দেশটির শক্তি চাহিদা পূরণের বিষয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা কুয়েতকে বাংলাদেশে যৌথ উদ্যোগে তেল শোধনাগার নির্মাণে বিনিয়োগের আহ্বান জানান এবং নবায়নযোগ্য শক্তি প্রকল্পে সহযোগিতা অন্বেষণের জন্যও কুয়েতকে উত্সাহিত করেন।

প্রধান উপদেষ্টা কুয়েতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের, বিশেষ করে নারী শ্রমিকদের জন্য আরও ভালো কাজের পরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি কুয়েতের সঙ্গে দুই দেশের মধ্যে শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতারও প্রশংসা করেন এবং কুয়েতে কর্মরত বাংলাদেশি সামরিক বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন।

সর্বশেষ সংবাদ

‘আমি স্টারলিংক বন্ধ করে দিলে তারা ধসে পড়বে’

টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক ইউক্রেনের প্রতি তার অসন্তোষ থাকা সত্ত্বেও দেশটির ইন্টারনেট সেবা বন্ধ করবেন না বলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ