কাবা ও মসজিদে নববি রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ দ্য জেনারেল প্রেসিডেন্সি ফর অ্যাফেয়ার্স অব দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড প্রোফেট’স মস্ক শুক্রবার (৭ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
এদিকে ওমরাহ ও হজযাত্রীদের এই জমায়েত সামলাতে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দ্য জেনারেল প্রেসিডেন্সি। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে স্টেট অব দ্য আর্ট মনিটরিং ব্যবস্থার ব্যবহার। এই ব্যবস্থায় রাডার সেন্সরের মাধ্যমে কাবায় প্রবেশ করা মুসল্লিদের রেকর্ড রাখা হয়। এছাড়া মুসল্লিদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য কাবা চত্বরের বিভিন্ন স্থানে স্মার্ট ক্যামেরাও লাগানো হয়েছে।
সেন্সর ও এআই চালিত এই যৌথ নজরদারি ব্যবস্থা হজ ও ওমরাহযাত্রীদের ভিড় ব্যবস্থাপনার কাজটি সহজ করেছে কর্তৃপক্ষের জন্য। বিশেষ করে মাতাফ (কাবার চারপাশের এলাকা) এবং মাসা (সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যবর্তী এলাকা) এলাকায় যাত্রীদের ভিড় ব্যবস্থাপনায় এই যৌথ নজরদারি ব্যবস্থা বেশ কার্যকর ভূমিকা রাখছে।
সূত্র: গালফ নিউজ