রাজনৈতিক দলগুলো কমসংখ্যক সংস্কার চাইলে ডিসেম্বরেই ভোট হতে পারে। অন্যথায় আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৬ মার্চ) যমুনায় মার্কিন মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের সভাপতি উইলিয়াম বি. মিলাম ও সাবেক কূটনীতিক জন দানিলোভিচের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা জানান, ছয়টি কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হবে। এরপর দলগুলো জুলাই চার্টারে স্বাক্ষর করবে। এই চার্টার আমাদের পথনির্দেশ করবে। অন্তর্বর্তী সরকার চার্টারের কিছু সুপারিশ বাস্তবায়ন করবে। বাকিগুলো রাজনৈতিক সরকার বাস্তবায়ন করবে।
বৈঠকে প্রধান উপদেষ্টা দুই কূটনীতিকের সাথে বাংলাদেশ-মার্কিন সম্পর্ক, রোহিঙ্গা সংকট, শরণার্থীদের জন্য সহায়তা কমে আসার প্রভাব, আগের শাসনামলে লুট হওয়া বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের প্রচেষ্টা, সার্ককে সক্রিয় করা ও নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা করেন।
এ সময় দুই সাবেক কূটনীতিক প্রধান উপদেষ্টাকে রাইট টু ফ্রিডম সংস্থার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি বাংলাদেশে সংস্থাটির কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান।
নব্বইয়ের দশকের শুরুতে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা মিলাম বলেন, জুলাই আন্দোলন বাংলাদেশের জন্য ব্যাপক সংস্কারের সুযোগ তৈরি করেছে। পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছে।
ঢাকায় মার্কিন দূতাবাসের উপ-রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা জন দানিলোভিচ বলেন, ভুয়া খবর ও বিভ্রান্তিমূলক তথ্য মোকাবিলার জন্য বাংলাদেশের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।