spot_img

আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও অভিযান পরিচালনার ক্ষমতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

যেখানে যাই ঘটুক না কেন- আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারো কোনো এখতিয়ার বা ক্ষমতা নেই কোনো জায়গায় অভিযান চালানোর। সরকার এগুলোকে প্রশ্রয় দেবে না বলে স্পষ্ট জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (৬ মার্চ) ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে এক সভায় উপদেষ্টা বলেন, প্রতিটি ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। যেকোনো ধরনের মব জাস্টিস নিয়ন্ত্রণের জন্য সরকার চেষ্টা করছে।

তিনি বলেন, এই ধরনের মব জাস্টিস নিয়ন্ত্রণের জন্য নাগরিকের ভূমিকাও গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি নাগরিক এবং পরিবারের অভিভাবকদেরও ভূমিকা রাখতে হবে। এ বিষয়ে পরিবারকেও দায়িত্ব নিতে হবে।

সর্বশেষ সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য: স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, গণভোটের ‘হ্যাঁ’ ভোট হচ্ছে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। দেশ পরিবর্তনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ