ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী জন্য এবার এলো সুসংবাদ। কারণ তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। এতে করে তার বিরুদ্ধে তদন্ত আপাতত স্থগিত থাকবে।
গত বছরের ২৭ অক্টোবর কলকাতার সল্টলেকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, এমন কিছু উসকানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়।
ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মিঠুন চক্রবর্তী আমিত শাহর সামনেই ওই বক্তব্য পেশ করেন। সেই বক্তব্যকে সামনে এনে কলকাতার বউবাজার ও বিধাননগর দক্ষিণ থানায় দুটি পৃথক মামলা করেন দুই তৃণমূল সমর্থক।
এছাড়া কলকাতার বউবাজার থানাতেও একটি অভিযোগ দায়ের হয় ৷ বউবাজার থানাতেই প্রথম অভিযোগ দায়ের হয়েছিল ৷ দ্বিতীয় অভিযোগটি দায়ের হয় বিধাননগর দক্ষিণ থানায় ৷ মিঠুনের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি উসকানিমূলক মন্তব্য করেছেন ৷ এই মন্তব্যের নেতিবাচক প্রভাব পড়তে পারে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর ৷
তদন্তও শুরু করে কলকাতা পুলিশ ৷ তবে এফআইআর খারিজের দাবিতে মিঠুন চক্রবর্তী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ৷ দায়ের করেন মামলা ৷ সেই মামলার শুনানিতে মঙ্গলবার পুলিশি তদন্তের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট৷ বিচারপতি জানিয়েছেন যে আগামী ২০ মে এই মামলার শুনানি হবে৷ সেই শুনানিতে কী হয় এখন সেটাই দেখার!