spot_img

গাজা পুনর্গঠনে ৫ বছর মেয়াদী পরিকল্পনায় একমত আরব নেতারা

অবশ্যই পরুন

গাজা পুনর্গঠনে ৫৩ বিলিয়ন ডলারের ৫ বছর মেয়াদী পরিকল্পনায় একমত হয়েছেন আরব নেতারা। মিসরের তোলা প্রস্তাবে বাসিন্দাদের না সরিয়েই উপত্যকা সংস্কারের কথা বলা হয়েছে। বুধবার (৫ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইউরো নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে ‘ক্লিন গাজা মিশন’-এর বিপরীতে এমন পদক্ষেপ নিয়েছেন আরব নেতারা।

আগামী শুক্রবার (৭ মার্চ) জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসি’র সম্মেলনে প্রস্তাবটি অনুমোদনের জন্য উত্থাপন করবেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেলাত্তা।

এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, আরব দেশগুলোর প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, এরইমধ্যে ইসরায়েল প্রস্তাবের বিরোধিতা করেছে।

সম্মেলনে উত্থাপিত প্রস্তাব অনুযায়ী, তিন ধাপে সংস্কার কার্যক্রম চলবে গাজায়। এছাড়াও সার্বিক তত্ত্বাবধায়ন ও পরিচালনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের পক্ষ থেকে গঠন করা হবে বিশেষ কমিটি।

সর্বশেষ সংবাদ

দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির সব দোকান বন্ধের ঘোষণা

দেশের সবখানে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। আজ বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স...

এই বিভাগের অন্যান্য সংবাদ