spot_img

আগের বছরের তুলনায় জিনিসের দাম বাড়েনি, আরও কমা দরকার: অর্থ উপদেষ্টা

অবশ্যই পরুন

বর্তমান বাজার ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট অর্থ উপদেষ্টা। তবে জিনিসপত্রের দাম আরও কমা প্রয়োজন বলে মন্তব্য তার। এ নিয়ে সরকার চেষ্টা করছে বলেও জানিয়েছেন উপদেষ্টা।

বুধবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা বলেন, জিনিসপত্রের দাম আগের বছরের তুলনায় বাড়েনি। তবে আরও কমানোর চেষ্টা করছে সরকার। কিছু মানুষের কষ্ট হচ্ছে এটা সত্যি।

অর্থ উপদেষ্টা বলেন, জিনিসপত্রের দাম আরও কমা প্রয়োজন। ব্যবসা বাণিজ্য কমে গেছে। বেকারত্ব বেড়েছে এমনটা জানিয়ে উপদেষ্টা বলেন, বিভিন্ন খাতে অর্থনৈতিক সহায়তা এবং প্রণোদনার মাধ্যমে এটা পুনরুদ্ধারে চেষ্টা করছে সরকার।

উপদেষ্টা বলেন, কর্মসংস্থান সৃষ্টির জন্য নানাভাবে কাজ চলছে। বেকারত্বের হার কমাতে পারলে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে। এ ব্যাপারে বিডার সাথে আলোচনা হয়েছে। আগের সরকারের অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হয়েছে তাদের নিজেদের কারণেই। সেখানকার শ্রমিকদের কর্মসংস্থান যোগানের চেষ্টা করা হবে। তবে সবাইকে কাজ দেয়া সরকারের পক্ষে সম্ভব নয়।

সর্বশেষ সংবাদ

এবার ভক্তদের যে সুখবর দিলেন হামজা

প্রতিবার বিশ্বকাপ এলে বোঝা যায় বাংলাদেশের মানুষ ফুটবলকে কতটা ধারণ করে। মূলত পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়েই ফুটবল নেশায় ডুবে থাকেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ