spot_img

ওআইসির বৈঠকে যোগ দিতে সৌদি যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার (৬ মার্চ) সৌদি আরব সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব ইস্যুতে সৌদি আরবের জেদ্দায় মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করেছে ওআইসি। এই বৈঠকে যোগ দেবেন তৌহিদ হোসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জেদ্দায় ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বৃহস্পতিবার (৬ মার্চ) সৌদির জেদ্দার উদ্দেশে রওয়ানা দেবেন। পরদিন ৭ মার্চ ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব ইস্যুতে মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন উপদেষ্টা।

পররাষ্ট্র উপদেষ্টা ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে আগামী ৮ মার্চ দেশে ফিরবেন।

সর্বশেষ সংবাদ

আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারও অভিযান পরিচালনার ক্ষমতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

যেখানে যাই ঘটুক না কেন- আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কারো কোনো এখতিয়ার বা ক্ষমতা নেই কোনো জায়গায় অভিযান চালানোর। সরকার...

এই বিভাগের অন্যান্য সংবাদ