spot_img

আর ওয়ানডে ক্রিকেট খেলছেন না স্মিথ!

অবশ্যই পরুন

এবার অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। গতকাল মঙ্গলবার (৫ মার্চ) চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে ৪ উইকেটে হেরে বিদায় নেয় অস্ট্রেলিয়া। এর পরই এমন সিদ্ধান্ত এসেছে স্টিভ স্মিথের পক্ষ থেকে।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর স্মিথকে অধিনায়ক করেই চ্যাম্পিয়নস ট্রফিতে দল পাঠিয়েছিল অজিরা। দ্বিতীয় সারির দল নিয়ে সেই টুর্নামেন্টে গ্রুপ পর্বের বাধা পেরোলেও সেমিতে ভারতের কাছে হেরে বাদ পড়েছে অস্ট্রেলিয়া।

যদিও সেমিতে ভারতের বিপক্ষে দলীয় সর্বোচ্চ ৭৩ রান করেছিলেন স্মিথ। ম্যাচের পর সংবাদ সম্মেলনেও কেউ ধারণা করতে পারেননি যে, স্মিথ এমন ঘোষণা দেবেন।

দলের বিদায়ের পর হঠাৎ দেয়া এক বার্তায় তিনি বলেন, এটাই সরে যাওয়ার সঠিক সময় বলে মনে হচ্ছে। এই সফরটা দুর্দান্ত ছিলো। প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি আমি। অস্ট্রেলিয়ার জার্সি গায়ে খেলার সময় অনেক অসাধারণ স্মৃতি তৈরি হয়েছে। আর তার মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে দুটি বিশ্বকাপ জয়ের (২০১৫ সালের বিশ্বকাপ এবং ২০২৩ সালের বিশ্বকাপ) বিষয়টা একেবারে উজ্জ্বল হয়ে থাকবে।

উল্লেখ্য, ২০১০ সালে ওয়ানডে ফরম্যাটে অভিষেক হয়েছিলো স্মিথের। অস্ট্রেলিয়ার হয়ে ১৫ বছরে স্মিথ খেলেছেন ১৭০ ম্যাচ। ব্যাট হাতে করেছেন ৫৮০০ রান, বল হাতে উইকেট নিয়েছেন ২৮টি। এই ফরম্যাটে অস্ট্রেলিয়ার হয়ে দুটি বিশ্বকাপসহ স্মিথ জিতেছেন অনেক কিছুই। ৬৪ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে স্মিথ জয় পেয়েছেন ৩২ ম্যাচে।

সর্বশেষ সংবাদ

ভুলবসত যুদ্ধবিমান থেকে পড়ল ৮ বোমা, অতঃপর…

দক্ষিণ কোরিয়ার পোচিওন শহরে একটি যুদ্ধবিমান থেকে দুর্ঘটনাবশত আটটি বোমা ফেলা হলে সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা...

এই বিভাগের অন্যান্য সংবাদ