spot_img

পাকিস্তানে সামরিক স্থাপনায় আত্মঘাতী হামলা, নিহত ৯

অবশ্যই পরুন

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু শহরের একটি সামরিক স্থাপনায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে করে ৯ জন নিহত ও ২৫ জনেরও বেশি আহত হয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) ইফতারের পর দুটি বিস্ফোরক বোঝাই গাড়ি ব্যবহার করে হামলা চালানো হয়। রয়টার্স

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই আত্মঘাতী বোমা হামলাকারী সামরিক স্থাপনার দেয়ালে বিস্ফোরণ ঘটালে পাঁচ থেকে ছয়জন সন্ত্রাসী সেনানিবাসে প্রবেশের চেষ্টা করে। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৯ জন নিহত হন এবং আরও ২৫ জন আহত হন। হামলার পর পাকিস্তানের সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, নিহতদের মধ্যে দুই আত্মঘাতী বোমা হামলাকারীসহ পাঁচজন সন্ত্রাসী রয়েছে। এছাড়া, হামলায় দুই শিশুসহ তিন নারী ও দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহতদের মধ্যে দুই নারীসহ ছয়জন বেসামরিক নাগরিক রয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, জঙ্গিরা দুটি বিস্ফোরকভর্তি গাড়ি সামরিক স্থাপনার দেয়ালে ঢুকিয়ে দেয়। তবে নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে এবং হামলা নস্যাৎ করতে সক্ষম হয়। বিস্ফোরণের পর উভয় পক্ষের মধ্যে গোলাগুলিতে ছয় জঙ্গির মৃত্যু হয়।

জঙ্গি সংগঠন জইশ আল ফুরসানের সঙ্গে যুক্ত হাফিজ গুল বাহাদার এই হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে জানিয়েছে, পরিকল্পিতভাবে বিস্ফোরক ভর্তি দুটি গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

প্রোটিয়াদের হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয়  সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়েছে কিউইরা। ৩৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩১২ রানে...

এই বিভাগের অন্যান্য সংবাদ