গত বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচক হিসেবে মেয়াদ শেষ হয় হাবিবুল বাশার সুমনের। পরে নারী ক্রিকেটের প্রধান হিসেবে কাজ শুরু করেন তিনি। এক বছর যেতেই আরেকটি নতুন দায়িত্ব পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। উইমেন ক্রিকেট উইং থেকে হাবিবুল বাশার সুমনকে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটিতে স্থানান্তর করা হয়েছে।
দেশের ক্রিকেটের এ নামী ব্যক্তিত্বকে বিসিবির গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদ দেওয়া হয়েছে।
গত সোমবারের সভা শেষে সংবাদ সম্মেলনে এটি নিশ্চিত করেন বিসিবি পরিচালক প্রধান ইফতেখার রহমান। ‘হাবিবুল বাশার আগে আমাদের নারী ক্রিকেট দেখতেন। তাকে সরিয়ে গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর করা হয়েছে।’
দায়িত্ব পেয়ে গণমাধ্যমে হাবিবুল বাশার বলেন, ‘সবসময়ই ইচ্ছা ছিল গেম ডেভেলপমেন্টে অর্থাৎ ক্রিকেটারদের গড়ে তোলা নিয়ে কাজ করার। জাতীয় দলের নির্বাচক থাকার সময় হাই পারফরম্যান্স ইউনিটের সঙ্গে অনেকদিন নিবিড়ভাবে কাজ করেছি। এখন গেম ডেভেলপমেন্টের সুবিধা হলো এখানে কাজ করার সুযোগ অনেক। ডেভেলপমেন্ট তো… এখানে কাজ করার আগ্রহ আমার সবসময় ছিল।’
উল্লেখ্য, খেলোয়াড়ি পেশা ছাড়ার পর যোগ দিয়েছিলেন বিসিবির নির্বাচকের দায়িত্বে। ছেলে-মেয়ে উভয় বিভাগেই পালন করেছিলেন নির্বাচকের দায়িত্ব। সবশেষ গেল বছর সেই দায়িত্ব ছেড়ে নতুন করে দায়িত্ব পান নারী বিভাগের। তবে বছর ঘুরতেই আবার বদলে গেল তার কাজ।