spot_img

মার্কিন অর্থায়নের অভিযোগ ইস্যু ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে প্রভাব ফেলবে না: পররাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার মার্কিন অর্থায়নের অভিযোগ নিয়ে ওয়াশিংটনের সাথে ঢাকার সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার (৪ মার্চ) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের দুই ব্যক্তি নয় বরং মার্কিন একটি প্রতিষ্ঠান এই অর্থ পায়। পরে তারা গণতন্ত্র উন্নয়নে এদেশের কয়েকটি এনজিওর সাথে যৌথভাবে কাজ করে। বৈধ চ্যানেলে প্রক্রিয়া মেনেই এই অর্থ বাংলাদেশের কয়েকটি এনজিওতে আসে।

তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিয়ে যে বিবৃতি দিয়েছেন তা ভিত্তিহীন। ফলে বিষয়টি নিয়ে দেশটির রাষ্ট্রদূতকে তলব করার মতো বাড়াবাড়ি করতে চায় না ঢাকা।

তিস্তা প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, প্রকল্পটি নিয়ে চীনের সাথে কয়েকটি সমঝোতা চুক্তি হলেও কোনো কিছু চূড়ান্ত হয়নি। কাজের জন্য ভারতের সাথে ঢাকা একটি ভালো সম্পর্ক চায়। এ সময় ভিসার বিষয়টি ভারত সরকারের এখতিয়ার বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

অর্থনীতি বিদ্যা শুরু করতে হয় মানুষকে দিয়ে, ব্যবসা দিয়ে নয়: প্রধান উপদেষ্টা

নিজের স্বপ্নের মত বিশ্ব গড়তে কাজ করতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। বুধবার (১৪ মে) চট্টগ্রাম...

এই বিভাগের অন্যান্য সংবাদ