প্রায় তিন কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রী ঊষা রাণী চন্দের বিরুদ্ধে দুইটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম বাদী হয়ে খুলনার সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুইটি দায়ের করেন৷
মামলার এজাহারে বলা হয়, মন্ত্রী থাকার সময় দুর্নীতির মাধ্যমে ১ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন নারায়ণ চন্দ্র চন্দ৷
এছাড়া ৬২ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণ চন্দ্র চন্দের স্ত্রী উষা রানী চন্দের বিরুদ্ধে পৃথক একটি মামলা দায়ের করা হয়৷ ওই মামলায় নারায়ণ চন্দ্র চন্দকেও আসামি করা হয়েছে৷
এদিকে অবৈধভাবে শিক্ষক নিয়োগের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই ভিসি আব্দুস সাত্তার, আনোয়ার হোসেনসহ চার শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।