spot_img

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেফতার করছে তালেবান

অবশ্যই পরুন

আফগানিস্তানে নারীদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করা এক অধিকারকর্মীকে গ্রেফতার করেছে তালেবান বাহিনী। অভিযোগ রয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি, রাজধানী কাবুলের বাসা থেকে হাত বেঁধে ও চোখ কালো কাপড় দিয়ে ঢেকে ২৫ বছর বয়সী ওয়াজির খানকে নিয়ে যাওয়া হয়। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এ তথ্য জানায়।

ওয়াজির খানের ভাই আমির খান জালন্দ ইন্ডিপেনডেন্টকে জানিয়েছেন, চার তালেবান কর্মকর্তা ওয়াজিরকে কাবুলের বুটখাক এলাকা থেকে গ্রেফতার করে। পরে তাকে জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স-এর একটি কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

আমির আরও বলেন, ‘এখনো আমরা বলতে পারছি না ওয়াজির কোথায় আছে। সাত দিনের বেশি সময় হয়ে গেছে, তবে তার কোনো খোঁজ নেই।’

ওয়াজির খান ২০২২ সাল থেকে ‘টুডে চাইল্ড’ নামে একটি অলাভজনক সংস্থা পরিচালনা করছিলেন। আফগানিস্তানের গ্রামীণ অঞ্চলে শিক্ষার প্রচার করাই সংস্থাটির লক্ষ্য।

দুই বছর ধরে ওয়াজির খানের সঙ্গে কাজ করছেন মানবাধিকার কর্মী সামান্থা লিনিং। তিনি বলেন, ‘তিনি (ওয়াজির) ছেলে-মেয়ে উভয়ের জন্যই শিক্ষা প্রচার করছিলেন, যা তালেবান তাদের শরিয়া আইনের অধীনে ১২ বছর বয়স পর্যন্ত অনুমতি দেয়। তবু তাকে আটক করা হয়েছে।’

সামান্থা জানান, ওয়াজির খান সামাজিক মাধ্যমে ‘আফগান মেয়েদের শিখতে দাও’ হ্যাশট্যাগ ব্যবহার করতেন। সম্ভবত এটি তালেবানের নজরে এসেছে। এরপরই তাকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন সি আর আবরার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক অধ্যাপক সি আর আবরার। আগামীকাল বুধবার (৫ মার্চ) সকাল...

এই বিভাগের অন্যান্য সংবাদ