spot_img

ইউক্রেনে এক মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব ফ্রান্স-ব্রিটেনের

অবশ্যই পরুন

ইউক্রেনে আংশিকভাবে এক মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ফ্রান্স ও ব্রিটেন। স্থানীয় সময় রোববার (২ মার্চ) লন্ডনে সংকট বৈঠকের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এ কথা জানান। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আংশিক যুদ্ধবিরতির আওতায় ইউক্রেনের আকাশ ও সমুদ্রপথে আক্রমণ না করার প্রস্তাব দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেন, ‘তিন বছর ধরে রাশিয়া তাদের জিডিপির ১০ শতাংশ প্রতিরক্ষায় ব্যয় করছে। তাই আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে হবে।’ লন্ডনে ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্যারিসে ফেরার পথে ম্যাকরন এই সাক্ষাৎকার দেন।

সম্মেলনে ইউরোপীয় নেতারা কিয়েভের প্রতি তাদের সমর্থন সুসংহত করেন, নিরাপত্তার জন্য আরও ব্যয় বৃদ্ধির প্রতিশ্রুতি দেন এবং ইউক্রেনে যেকোনো যুদ্ধবিরতি রক্ষায় একটি জোট গঠনের উদ্যোগ নেন।

ইউরোপের ১৮টি মিত্র দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আলোচনা এমন এক সময়ে হলো, যার কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রকাশ্যে ভর্ৎসনা করেছেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ব্রিটেন, ফ্রান্স এবং অন্যান্য দেশ ইউক্রেনের সঙ্গে মিলে যুদ্ধ বন্ধের একটি পরিকল্পনা তৈরি করবে, যা তারা পরে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করবে।

তিনি আরও বলেন, লন্ডনের এই বৈঠক এমন এক সংবেদনশীল মুহূর্তে অনুষ্ঠিত হলো, যখন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ট্রাম্পের অনিশ্চিত সমর্থনের মুখে পড়েছে এবং রাশিয়ার তিন বছরব্যাপী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে লড়াই করছে।

স্টারমার বলেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কোনো নিশ্চয়তা নেই, তাই ‘ভার ইউরোপকেই নিতে হবে’। তবে তিনি নির্দিষ্ট করে বলেননি, কোন কোন দেশ যুদ্ধবিরতি রক্ষায় ভূমিকা রাখতে প্রস্তুত।

সর্বশেষ সংবাদ

দুর্ঘটনায় প্রথম প্রেমিককে হারান, আবেগঘন প্রীতি যা বললেন

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। তবে বেশ লম্বা সময় ধরে অভিনয় থেকে দূরে তিনি। মাইক্রোব্লগিং সাইট এক্সে প্রায়ই ভক্তদের সঙ্গে...

এই বিভাগের অন্যান্য সংবাদ