spot_img

শেষ ম্যাচেও আরব আমিরাতের কাছে হারলো বাংলাদেশ নারী ফুটবল দল

অবশ্যই পরুন

শেষ ম্যাচেও সংযুক্ত আরব আমিরাতের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগেও প্রথম ম্যাচে ৩-১ গোলে হেরেছিল আফঈদা খন্দকারের দল।

আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে এবার দ্বিতীয় ম্যাচেও দৃশ্যপট বদলাতে পারেনি বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধেই স্কোরলাইন ২-০ করে ফেলে আরব আমিরাত। বিরতির পর বাংলাদেশ একটি গোল শোধ দেয়। তবে হজম করতে হয় আরও এক গোল। শেষ পর্যন্ত ৩-১ গোলের হারে শেষ হলো দেশের নারী ফুটবলের নতুন অধ্যায়। কোচের বিরুদ্ধে বিদ্রোহ করায় এই সফরে ছিলেনা সাফজয়ী দলের ১৮ ফুটবলার। নিয়মিত একাদশের পরিবর্তে নতুন সব মুখে আস্থা রাখেন কোচ পিটার বাটলার।

গত অক্টোবরে নেপালকে হারিয়ে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর খেলার বাইরে ছিল মেয়েরা। সাফ জয়ের পর বিতর্কের বেড়াজালে বন্দী হয়ে পড়ে দেশের নারী ফুটবল। কোচ বাটলারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে অনুশীলন বয়কট করেন ১৮ জন খেলোয়াড়, যাদের মধ্যে ১৫ জনই সাফ জয়ের অভিজ্ঞতায় ঋদ্ধ।

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন

রাজধানীর পূর্বাচলে নির্মানাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। ভেন্যুটির নতুন নাম রাখা হয়েছে ন্যাশনাল ক্রিকেট...

এই বিভাগের অন্যান্য সংবাদ