spot_img

গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করলো ইসরায়েল

অবশ্যই পরুন

গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর উপত্যকাটিতে মানবিক ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। রোববার (২ মার্চ) ইসরায়েলি মিডিয়ার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ নতুন একটি প্রস্তাব দিয়েছেন। ইসরায়েল তাতে সম্মত হলেও হামাস তা প্রত্যাখ্যান করেছে। এর পরিপ্রেক্ষিতে আজ (২ মার্চ) সকাল থেকে গাজায় সব ধরনের মানবিক ত্রাণ প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।

নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, জিম্মিদের মুক্তি না দিলে ইসরায়েল যুদ্ধবিরতি মানবে না। হামাস যদি তাদের অবস্থানে অনড় থাকে, তবে এর পরিণতি ভয়াবহ হবে বলেও সতর্ক করেছে তারা।

এদিকে, গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞাকে ‘সস্তা ব্ল্যাকমেইল’ আখ্যা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এক বিবৃতিতে তারা জানায়, ইসরায়েলের এই পদক্ষেপ যুদ্ধাপরাধের শামিল এবং যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। মধ্যস্থতাকারীদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস।

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন

রাজধানীর পূর্বাচলে নির্মানাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। ভেন্যুটির নতুন নাম রাখা হয়েছে ন্যাশনাল ক্রিকেট...

এই বিভাগের অন্যান্য সংবাদ