spot_img

হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী

অবশ্যই পরুন

হ্যাকিংয়ের শিকার হয়েছেন ভারতের নন্দিত জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। বিগত ১৬ দিন ধরে তার এক্স অ্যাকাউন্ট রয়েছে হ্যাকারদের নিয়ন্ত্রণে। তবে বহু চেষ্টা করেও এক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেনি এই শিল্পী। এ নিয়ে হতাশা প্রকাশ করে সতর্কবার্তা দিয়েছেন তিনি। বলেছেন, তার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা কোনো লিংকে যেন কেউ ক্লিক করে।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, গত ১৩ ফেব্রুয়ারি হ্যাক হয়েছে শ্রেয়া ঘোষালের এক্স অ্যাকাউন্ট। এই কণ্ঠশিল্পী জানিয়েছেন, সেদিন থেকে তার প্রোফাইলে তিনি ঢুকতে পারছেন না, এমনকি অ্যাকাউন্ট ডিলিটও করতে পারছেন না।

গত শনিবার শ্রেয়া ঘোষাল হতাশার স্বরে বলেন, শ্রোতা বন্ধুরা আমার এক্স হ্যান্ডেল (টুইটার) গত ১৩ ফেব্রুয়ারি থেকে হ্যাকড রয়েছে। এক্স টিমের সঙ্গে যোগাযোগ করার জন্য আমার সাধ্যমতো সমস্ত চেষ্টা করেছি। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্ট কয়েকটা উত্তর পাওয়া ছাড়া আর কোনো সাড়া পাইনি। এমনকি আমার অ্যাকাউন্টটা ডিলিটও করতে পারছি না। কারণ লগ ইন-ই তো হচ্ছে না।

এরপরই ভক্তদের সতর্ক করে শ্রেয়ার বলেন, দয়া করে আমার অ্যাকাউন্ট থেকে কোনো মেসেজ পেলে এড়িয়ে যাবেন। কিংবা কোনো লিংক গেলে, সেটাতে ক্লিক করবেন না। ওগুলো সব স্প্যাম। অ্যাকাউন্ট ঠিক হলে আমি ব্যক্তিগতভাবে ভিডিও বার্তায় জানিয়ে দেব।’

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন

রাজধানীর পূর্বাচলে নির্মানাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। ভেন্যুটির নতুন নাম রাখা হয়েছে ন্যাশনাল ক্রিকেট...

এই বিভাগের অন্যান্য সংবাদ