spot_img

এনসিপির সমাবেশে বাস রিকুইজিশনে সরকারের কোনো ভূমিকা নেই: প্রেস সচিব

অবশ্যই পরুন

নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ চলছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বাস রিকুইজিশনে অন্তর্বর্তী সরকারের এখানে কোনো ভূমিকা নেই।’

শনিবার (১ মার্চ) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পিরোজপুরের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তারা পাঁচটি বাস রিকুইজিশন করতে সাহায্য করেছে। কিন্তু এই বাসগুলোর কোনও ধরনের খরচ ডিসি অফিস থেকে দেওয়া হয়নি।

শফিকুল আলম বলেন, ‘ডিসি আশরাফুল আলম জানিয়েছেন— বৈষম্যবিরোধী ছাত্রদের পিরোজপুর শাখা এবং নাগরিক কমিটি তাদের কাছে বাস রিকুইজিশনের জন্য জানিয়েছেন। এজন্য তারা ডিসির কাছে চিঠিও দিয়েছেন। এর সঙ্গে জুলাই-আগস্টের আন্দোলনে যারা আহত হয়েছেন এবং নিহতদের পরিবার সবাই মিলে এসে জেলা প্রশাসনের কাছে অনুরোধ করেছিলেন। সেই অনুরোধের প্রেক্ষিতে এক প্রকার চাপে তারা পাঁচটি বাস রিকুইজিশন করতে সাহায্য করেছে। কিন্তু এই বাসগুলোর কোনও ধরনের পেট্রোলের খরচ, যাতায়াত খরচসহ কোনও খরচই ডিসি অফিস থেকে দেওয়া হয়নি। এর মধ্যে কোনও সম্পৃক্ততা ডিসি অফিসের ছিল না।’

তিনি বলেন, ‘আমরা দেখছি যে, এ ধরনের ঘটনা আরও কোথাও পুনরাবৃত্তি হয়েছে কিনা।’ তিনি আরও বলেন, ‘পিরোজপুরের পাঁচটি বাস রিকুইজিশন করা নিয়ে সামাজিক মাধ্যমে অভিযোগ আসছে যে, পিরোজপুরের ডিসি অফিস এই কাজে সহায়তা করেছেন।এটার কিছু অভিযোগ আমাদের উদ্দেশ্যেও এসেছে যে, হয়তো অন্তর্বর্তী সরকার এই বাসগুলো রিকুইজিশন করার ক্ষেত্রে সহযোগিতা করেছে। আমি এখানে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, অন্তর্বর্তী সরকারের এখানে কোনো ভূমিকা নেই।’

প্রেস সচিব বলেন, ‘নির্বাচনের রোড ম্যাপ দেওয়া হয়েছে। কিন্তু বিএনপি তারিখ চাইছে। স্বল্প সংস্কারের পর ডিসেম্বরই নির্বাচন সম্ভব, সে কথা আগেই বলা হয়েছে৷’

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজির বিকট শব্দে নতুন বছরকে বরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন চললেও নতুন বছরের শুরুতে ঢাকা মহানগর পুলিশের...

এই বিভাগের অন্যান্য সংবাদ