spot_img

স্টুটগার্টকে হারিয়ে শীর্ষস্থান পোক্ত করল বাভারিয়ানরা

অবশ্যই পরুন

জার্মান লিগ বুন্দেসলিগায় স্টুটগার্টকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। দলের পক্ষে গোল করেছেন মাইকেল ওলিস, গোরেৎজকা ও কোম্যান।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নিজেদের মাঠ এমএইচপি অ্যারেনায় বায়ার্নকে আতিথ্য দেয় স্টুটগার্ট।

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বায়ার্ন। ৩৪ মিনিটে মিডফিল্ডার অ্যাঞ্জেলো স্টিলারের গোলে লিড নেয় স্বাগতিকরা। প্রথমার্ধের শেষ মিনিটে ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসের গোলে সমতা আনে বায়ার্ন। ১-১ স্কোরলাইনে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে অতিথিরা। ৬৪ মিনিটে লিড নেয় তারা। এবার মিডফিল্ডার লিয়ন গোরেজকা নাম তোলেন স্কোর শিটে।

ম্যাচের ৯০তম মিনিটে তৃতীয় গোল পায় বায়ার্ন মিউনিখ। গোল করেন আরেক ফরাসি উইঙ্গার কিংসলি কোম্যান। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভিনসেন্ট কোম্পানির দল।

এই জয়ে ২৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা লেভারকুসেনের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে গেলো মিউনিখের ক্লাবটি। অপরদিকে, ২৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে স্টুটগার্ট।

সর্বশেষ সংবাদ

১১ বছর বয়সে বন্ধুর সঙ্গে পালিয়েছিলেন কাজল!

মাত্র ১১ বছর বয়সে বন্ধুর সঙ্গে পালিয়ে গিয়েছিলেন বলিউড তারকা কাজল। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ