spot_img

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৬ অভিবাসী গ্রেফতার

অবশ্যই পরুন

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অন্তত ৯৬ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে দেশটির সেলাঙ্গর রাজ্যের কাজাংয়ের একটি অভিবাসী বসতিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানের সময় তাদের মধ্যে অনেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়।

জেআইএম-এর মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেছেন, অভিযানে তার দল কাজাং-এর আশেপাশে একটি এনফোর্সমেন্ট অপারেশনে ৯৬ জন অবৈধ অভিবাসী (পিএটিআই) কে সফলভাবে গ্রেফতার করেছে। বলেন, এই অভিযানে মোট ১৩৫ জন বিদেশীকে চেক করা হয়েছিল এবং ফলস্বরূপ বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য ২০ থেকে ৬৯ বছর বয়সী মোট ৯৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বাংলাদেশ, মিয়ানমার এবং ইন্দোনেশিয়ার নাগরিক। অভিযানের স্থানটি একটি ব্যক্তিগত জমিতে কেন্দ্রীভূত ছিল যা অসংগঠিত ভাড়া বাড়ি দিয়ে গড়ে তোলা হয়েছিল।

তিনি আরও বলেন, ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন, ১৯৬৬ সালের পাসপোর্ট আইনের অধীনে অবৈধ অভিবাসীরা শনাক্তকরণের নথি ছাড়াই সেখানে বসবাস করছিলেন এবং মেয়াদোত্তীর্ণ থাকার জনসাধারণের কাছ থেতে পাওয়া অভিযোগের ভিত্তিতে আইন প্রয়োগকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য সকল গ্রেফতারকৃতদের কেএলআইএ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, অভিবাসন বিভাগ ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন, ১৯৬৬ সালের পাসপোর্ট আইন, ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশন এবং ২০০৭ সালের ব্যক্তি পাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী আইন (ATIPSOM) এর অধীনে অপরাধ সংঘটিত হওয়ার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে। অবৈধ অভিবাসীদের নিয়োগ এবং সুরক্ষা প্রদানকারী যেকোনো দলের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও ইমিগ্রেশনের মহাপরিচালক জানান।

সর্বশেষ সংবাদ

‘পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও উপসচিব পদে কোটা বাতিলের প্রস্তাব গ্রহণ করেনি কমিশন’

জনপ্রশাসন সংস্থার কমিশনে ২৫টি ক্যাডারের পক্ষ থেকে পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং উপসচিব পদে কোটা বাতিলের প্রস্তাব করা হয়েছিল, কিন্তু...

এই বিভাগের অন্যান্য সংবাদ