যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে হোয়াইট হাউসে তীব্র বাকবিতণ্ডা হয়েছে। বৈঠকে উত্তপ্ত পরিস্থিতির জেরে নির্ধারিত চুক্তি বাতিল করা হয় এবং যৌথ সংবাদ সম্মেলনও স্থগিত হয়। পরবর্তীতে ক্ষুব্ধ জেলেনস্কি হোয়াইট হাউস ত্যাগ করেন।
এ ঘটনায় রাশিয়া কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা দাবি করেন, ট্রাম্প বৈঠকে ‘বদমাশ’ জেলেনস্কির প্রতি সংযম দেখিয়েছেন। একইভাবে, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, ওভাল অফিসে জেলেনস্কি ‘উপযুক্ত থাপ্পড়’ পেয়েছেন এবং কিয়েভের সরকার তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ঝুঁকিপূর্ণ খেলায় মেতেছে।
টেলিগ্রাম পোস্টে মারিয়া জাখারোভা লিখেন, ট্রাম্প ও ভ্যান্স (যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট) কীভাবে সেই বদমাশকে আঘাত করা থেকে বিরত ছিলেন; সেটা সংযম প্রদর্শনের এক অলৌকিক ঘটনা।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জাখারোভা আরও বলেন, জেলেনস্কির দাবি—২০২২ সালে কিয়েভ সরকার একা ছিল—পুরোপুরি মিথ্যা। অন্যদিকে, মেদভেদেভ এক্স পোস্টে মন্তব্য করেন, ট্রাম্প ঠিকই বলেছেন যে ইউক্রেনের বর্তমান শাসন বিশ্বরাজনীতিতে বিপজ্জনক পদক্ষেপ নিচ্ছে।
প্রসঙ্গত, শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে মুখোমুখি বাগ্বিতণ্ডায় জড়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সেখানে পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। বাতিল করা হয় দুই নেতার যৌথ সংবাদ সম্মেলন।