spot_img

জার্মানিতে জোট সরকার গঠন করতে আলোচনা

অবশ্যই পরুন

জার্মানিতে সম্ভাব্য মহাজোট সরকার গঠন বিষয়ক আলোচনা শুরু করতে যাচ্ছে খ্রিষ্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন- সিডিইউ/খ্রিষ্টিয়ান সোশ্যাল ইউনিয়ন- সিএসইউ এবং সোশ্যাল ডেমোক্রেটিক পাটি-এসপিডি। ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার থেকেই শুরু হতে চলেছে এই আলোচনা, যা জার্মান গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সিডিইউ-এর বিজয়ী চ্যান্সেলর প্রার্থী ফ্রিডরিশ ম্যার্ৎস জানিয়েছেন, তিনি ২০ এপ্রিলের মধ্যে নতুন সরকার গঠন করতে চান। আলোচনায় অংশ নিতে প্রতিটি দলের পক্ষ থেকে নয়জন প্রতিনিধি পাঠানোর কথা বলা হয়েছে।

জার্মান সংসদ নির্বাচনের ফলাফলের পর, মহাজোট সরকার ছাড়া আর কোনো বিকল্প পথ বাস্তবসম্মত মনে হচ্ছে না।

নির্বাচনের প্রচারে ফ্রিডরিশ ম্যার্ৎস অতি ডানপন্থি দল এএফডির সঙ্গে কোনো ধরনের জোট না করার বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন, যদিও তারা ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে ছিল।

সূত্র: ডয়েচে ভেলে

সর্বশেষ সংবাদ

৩-৪ কর্মদিবসের মধ্যে গণভোট আইন করা হবে: আইন উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে, প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পর আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ...

এই বিভাগের অন্যান্য সংবাদ