spot_img

সৃষ্টিকর্তা যাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে রেখেছেন সেই আমানতের খিয়ানত যেন না করি: সারজিস

অবশ্যই পরুন

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, এই মঞ্চ থেকে আমরা শপথ নিতে চাই, সৃষ্টিকর্তা যাদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব রেখেছেন এই গুলো তাদের কাছে আমানত স্বরূপ। আমরা যেন এই ছোট্ট জীবনে এত বড় দায়িত্বের খিয়ানত না করি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের সামনে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আমাদের যেকোনো একটি বিষয়ে পক্ষে-বিপক্ষে কথা থাকবে। যুক্তিতর্ক থাকবে। কিন্তু দিনশেষে যেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য মঙ্গলকর আমরা সবাই সেটায় যেন ঐক্যবদ্ধ হতে পারি। আমরা বিশ্বাস করি আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্টটা যদি তাকে তাহলে আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ্য বাংলাদেশ।

তিনি বাংলার মানুষের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, বাংলাদেশে যত সরকারি কর্মকর্তা-কর্মচারী আছে তারা যেন আর তাদের দায়িত্ব পালন বাদ দিয়ে তোষামোদের রাজনীতিতে লিপ্ত না হয়। আমরা আপনাদেরকে অনুরোধ করি বাংলাদেশের পুলিশ নামক যেই প্রতিষ্ঠানটিকে খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে সেই প্রতিষ্ঠানটি যেন কাজের মাধ্যমে তাদের গৌরবটি ফিরিয়ে আনতে পারে।

তিনি বলেন, আমরা আপনাদেরকে অনুরোধ করি সরকারি সকল অফিস, আদালত যত কিছু রয়েছে সে পুলিশ হোক, বিচারক হোক, আমলা হোক দয়া করে জনগণ থেকে হাত পেতে ওই ঘুষের টাকা নিবেন না।

সারজিস আরও বলেন, এই প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে। এই প্রতিষ্ঠানগুলোতে যেন সেই মানুষটি বসে যেই মানুষটি দেশ এবং মানুষের জন্য ভালো। সেই মানুষটি নয় যেই মানুষটি আমার মাইম্যান।

তিনি বলেন, ১৬ বছর ধরে গুম, খুন ও হত্যার বিচার এগুলো যেন আমরা ঐক্যবদ্ধ ভাবে করতে পারি। এই খুনি হাসিনার বিচার যেন আমরা ঐক্যবদ্ধ ভাবে করতে পারি।

একটা জিনিস আমাদের মনে রাখতে হবে বলে সারজিস বলেন, নিজেদের সামান্য স্বার্থের জন্য যেন কোনো অপরাধী ছাড় না পেয়ে পায়। কোনো অপরাধীর জন্য সুপারিশ নিয়ে আমরা যেন থানায় এবং কোনো বিচারকের কাছে না যাই।

এই নতুন বাংলাদেশে ধ্বজভঙ্গ এই শিক্ষার সিস্টেমগুলো, এই কারিকুলামগুলোকে আমাদের ঠিক করতে হবে এবং এই বাংলাদেশকে বাংলাদেশপন্থী হিসেবে গড়ে তুলতে হবেও বলে তিনি জানান।

এই মঞ্চ থেকে এই শিক্ষা নিয়ে যেন আমরা যেতে পারি বলে সারজিস বলেন, সৃষ্টিকর্তা যাদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব রেখেছেন এই গুলো তাদর কাছে আমানত স্বরূপ। আমরা যেন এই ছোট্ট জীবনে এত বড় দায়িত্বের আমানতের খিয়ানত না করি।

সর্বশেষ সংবাদ

চাঁদ দেখা গেছে, সৌদিতে রোজা শুরু শনিবার

সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে শুরু হচ্ছে পবিত্র ও মহিমান্বিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ