spot_img

নাহিদ ইসলামকে আহ্বায়ক করে নতুন দলের আত্মপ্রকাশ

অবশ্যই পরুন

বহু জল্পনা-কল্পনার পর অবশেষে আত্মপ্রকাশ করলো দেশের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’। জুলাই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ও সরকার পতনের এক দফার ঘোষণা দেওয়া নাহিদ ইসলামকে আহ্বায়ক করে নতুন দলটি প্রকাশ্যে এসেছে। সদস্য সচিব করা হয়েছে আখতার হোসেনকে।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বীর বোন মীম আক্তার।

পরে সদস্য সচিব একে একে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিল, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে ডা. তাসনিম জারা, নাফিসা সরওয়ার রিভা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলম, মুখ্য সমন্বয়ক হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে আবদুল হান্নান মাসউদের নাম ঘোষণা করেন।

সর্বশেষ সংবাদ

চাঁদ দেখা গেছে, সৌদিতে রোজা শুরু শনিবার

সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে শুরু হচ্ছে পবিত্র ও মহিমান্বিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ