spot_img

ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

অবশ্যই পরুন

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবছর ডেন্টাল পরীক্ষায় অংশগ্রহণে জন্য ৬৮ হাজার ৬৮৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। মোট আসন ৫৪৫টি। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে ১২৬ জন ভর্তিচ্ছু রয়েছেন। এবারও ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ডেন্টালে ভর্তি হতে একজন পরীক্ষার্থীকে কমপক্ষে ৪০ নম্বর পেতে হবে। এর কম প্রাপ্তরা দেশে ভর্তি ও বিদেশে বিডিএস বা সমতুল্য কোর্সে ভর্তির অনুমতির জন্য অকৃতকার্য হিসেবে বিবেচিত হবেন। লিখিত পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাক্রমসহ ফল প্রকাশ করা হবে।

সর্বশেষ সংবাদ

১১ বছর বয়সে বন্ধুর সঙ্গে পালিয়েছিলেন কাজল!

মাত্র ১১ বছর বয়সে বন্ধুর সঙ্গে পালিয়ে গিয়েছিলেন বলিউড তারকা কাজল। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ