কানাডা ও মেক্সিকোর ওপর শুল্কারোপের সিদ্ধান্ত বদলাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের ওপরও শিগগিরই আরোপ হবে শুল্ক। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন।
মন্ত্রিসভার প্রথম বৈঠকে ট্রাম্প বলেন, শুল্কের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং খুব শীঘ্রই নতুন সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দেয়া হবে।
মেক্সিকো ও কানাডার সিদ্ধান্ত নিয়ে ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। হাজার হাজার মানুষ ফেন্টানিলে প্রাণ হারিয়েছেন, যা মেক্সিকো আর কানাডা সীমান্ত হয়েই ঢোকে। তাই শুল্কারোপের সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো কারণ নেই।
ট্রাম্প জোর দিয়ে বলেন, ১ এপ্রিলই কার্যকরের ইচ্ছা ছিলো কিন্তু সেটা ২ তারিখ হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের গাড়িসহ আরও কিছু পণ্যের ওপরও ২৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা আসবে শিগগিরই।