spot_img

বাংলাদেশ-ভারত-পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজের বিষয়ে যা জানালো পিসিবি

অবশ্যই পরুন

চ্যাম্পিয়নস ট্রফির পরেই একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে বাংলাদেশের দুই প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। কিছুদিন ধরে এমন খবরই চাউর গণমাধ্যমে।

এ বিষয়ে বাংলাদেশ-ভারতের একাধিক গণমাধ্যমেও হয়েছে খবর। তবে এই ত্রিদেশীয় সিরিজের ব্যাপারে একটু আশাহত হওয়ার মতো কথাই শুনিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির পক্ষে মিডিয়া ডিরেক্টর সামিউল হাসান জানিয়েছেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্যকার ট্রাইনেশন সিরিজের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এ কথা জানান তিনি।

এর আগে, গুঞ্জন ওঠে, চ্যাম্পিয়নস ট্রফির পরপরই ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি। ওই সময়ে এ বিষয়ে বিসিসিআই সহ-সভাপতি রাজিব শুক্লা বলেন, ক্রিকেট সূচি দেখতে হবে। কেননা ঠাসা ক্যালেন্ডারের কারণে কোনো স্লট নেই। তবুও এমন প্রস্তাব এলে বিসিসিআই ভেবে দেখবে কি করা যায়।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতির দাবি বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে সুসম্পর্ক রয়েছে। ক্রিকেটের উন্নতির জন্য সহযোগিতার কথাও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ড. ইউনূসকে আমন্ত্রণ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ